csb24.com:
‘বিগ বস’-এর নতুন মৌসুমে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হবেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এই সাবেক প্রেমিকাকে নিয়ে সালমানকে প্রশ্ন করা হয়, বিগ বসে ঐশ্বরিয়া রাই কি তার ‘জাজবা’ ছবির প্রমোশনে আসছেন? সুকৌশলে এর জবাব এড়িয়ে গিয়ে সালমান বলেন, ‘সত্যিই প্রশ্নটি খুব আবেগপূর্ণ ছিল’। মূলত বলিউডের বহু সুন্দরী তাদের ক্যারিয়ার এগিয়ে নিতে সালমানের কাছ থেকে নানা সুবিধা পেয়েছেন। এখানে দেখে সেই সকল নায়িকাদের তালিকা।
সালমানের দ্বারা উপকৃত হয়েছেন যে বলিউড সুন্দরীরা
১. আসছে ছবিতে আরেক সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে পেতে চান সাল্লু। ‘এক থা টাইগার’-এ সালমান ও ক্যাট এক হয়েছিলেন। তাকে আবারো অতুল অগ্নিহোত্রির পরের ছবিতে ক্যাটকে চান সাল্লু। ক্যাটরিনার ক্যারিয়ারের সুপ্রতিষ্ঠায় সালমানের ভূমিকার কথা সবাই জানেন।
সালমানের দ্বারা উপকৃত হয়েছেন যে বলিউড সুন্দরীরা
২. ‘সিং ইন বিলিং’ ছবি নিয়ে প্রস্তুত ব্রিটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি জ্যাকসন। বলেন, সালমানের সঙ্গে কাজ করার সুযোগ নষ্ট করা সত্যিকার অর্থেই এক হৃদয়বিদারক বিষয়। এ ছবিতে তার আগমন হঠাৎ করেই ঘটেছে। তার সালামনের সঙ্গে ‘কিক’ ছবিতে কাজের সুযোগ ছিল। কিন্তু কাজের প্রতি প্রতিশ্রুশীল তিনি। তাই আগের কাজ বাদ দিয়ে সালমানের সঙ্গে কাজের সুযোগটি নষ্ট করেন। তবে সালমানের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকবেন, জানান অ্যামি।
৩. সুনিল শেঠির মেয়ে আথিয়া শেঠির প্রথম ছবি ‘হিরো’। সুরজ পাঞ্চোলির সঙ্গে তাকে অভিনয়ের সুযোগ করে দেন সালমান। এ প্রসঙ্গে আথিয়া বলেন, সালমান স্যারকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। তা ছাড়া তার সম্পর্কে আমি কি চিন্তা কারি তা কখনো বলেও বোঝাতে পারবো না।
সালমানের দ্বারা উপকৃত হয়েছেন যে বলিউড সুন্দরীরা
৪. সালমানকে অন্ধের মতো যারা বিশ্বাস করেন তাদের মধ্যে অন্যতম লাস্যময়ী জ্যাকুলিন ফার্নান্দেজ। তার ক্যারিয়ার একমাত্র সালমানের কারণেই প্রতিষ্ঠা পেয়েছে। তাকে নিয়ে জ্যাকুলিনের স্পষ্ট ভাষ্য হলো, সালমান আমার জীবনে আজীবন বিশেষ মানুষ হয়ে থাকবেন। ‘ব্রাদারস’ ছবিতে তরুণী মায়ের ভূমিকায় অভিনয়ে তিনি রাজি হয়েছেন একমাত্র সালমানের পরামর্শে। সম্প্রতি সাল্লু এবং জ্যাকুলিনের মধ্যে সম্পর্কের ছেদ নিয়ে গুজব রটলে অভিনেত্রী সোজাসুজি বলে দেন, সালমান আমার এবং যেকোনো নারীর প্রতি সব সময় শ্রদ্ধাশীল।
সালমানের দ্বারা উপকৃত হয়েছেন যে বলিউড সুন্দরীরা
৫. সালমানের আরেক সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। সম্প্রতি ‘বাহুবলী’ ছবির স্ক্রিনিংয়ে সালমানের গাড়িতে দুজনই ছিলেন। তারা নাকি সরাসরি সালমানের বাড়িতেই যান। সঙ্গীতাকে এগিয়ে নিতে সালমানের ভূমিকার কথা সবাই জানেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
প্রকাশিত: ২৯/০৯/২০১৫ ১:২৬ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
পাঠকের মতামত