
অনলাইন ডেস্ক::
বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতিসংঘের সম্মেলনে সভাপতিত্ব করা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল এক ঘোষণায় বলেছেন, বিশ্বের ৫০টিরও বেশি রাষ্ট্র প্রায় ৪০ হাজারেরও বেশি শান্তিরক্ষী সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন, ৫০টিরও বেশি রাষ্ট্র ৪০ হাজার নতুন সেনা ও পুলিশ সদস্য সরবরাহের প্রতিশ্রুতির পাশপাশি ৪০টিরও বেশি হেলিকপ্টার, ১৫টি সামরিক প্রকৌশল প্রতিষ্ঠান ও ১০টি ফিল্ড হসপিটালের সরঞ্জাম সরবরাহেরও প্রতিশ্রুতি দিয়েছে। ওবামা বলেছেন, আমাদের লক্ষ্য হবে সর্বশেষ কার্যপদ্ধতির তুলনায় প্রতিটি নতুন কার্যপদ্ধতিকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তোলা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য পাঠানো রাষ্ট্রসমূহের তালিকায় শীর্ষে ৫টি দেশ হলো বাংলাদেশ, ইথিওপিয়া, ভারত, পাকিস্তান ও রুয়ান্ডা ।
পাঠকের মতামত