বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...
অনলাইন ডেস্ক::
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ বিভিন্ন মামলার ৭৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান। অভিযানে ৩৬ লিটার চোলাই মদও জব্দ করা হয়েছে বলে জানান নাইমুল হাছান।
তিনি বাংলানিউজকে জানান, সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে সাতকানিয়া থেকে দুই জামায়াত কর্মী ও এক শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলায় থেকে পরোয়ানাভূক্ত ৫৮ জন এবং অন্যান্য মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়।
পাঠকের মতামত