অনলাইন ডেস্ক:
জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স সম্প্রতি তাদের নতুন ভার্সন ৪১.০ রিলিজ করেছে। এই নতুন সংস্করণে রয়েছে দারুণ সব ফিচার! এর নামকরণ করা হয়েছে ‘ফায়ারফক্স নাইটলি ৪১.০’। এই সংস্করণে ফ্রি মেসেজিং এবং ভিডিও কলিংয়ের সুবিধা যুক্ত হয়েছে। এর জন্য আলাদা করে কোনো সফ্টওয়্যার বা হার্ডওয়্যার সাপোর্টের প্রয়োজন পড়বে না।
নতুন ফিচারটির পোশাকি নাম ‘ফায়ারফক্স হ্যালো’। এতে বিল্ট ইন রিয়েল টাইম কমিউনিকেশনের মাধ্যমে ভয়েস কল, ভিডিও কল এবং ইনস্ট্যান্ট মেসেজিং-এর সুবিধা যুক্ত হয়েছে। নতুন ফিচার সংযোজন হওয়ার পর এখন ফায়ারফক্স অন্যান্য ব্রাউজারকে রীতিমতো বেকায়দায় ফেলেছে। বলা হচ্ছে গুগল ক্রোম কে টক্কর দেওয়ার জন্যই ফায়ারফক্সের এই পরিবর্তন।
নতুন ফিচারগুলির বৈশিষ্ট্যের মধ্যে বলা যেতে পারে চ্যাটিংয়ের জন্য দুই ব্যক্তির একই ব্রাউজার, সফ্টওয়্যার বা হার্ডওয়্যারের প্রয়োজন পড়বে না। এমনকি কোনো সাইন আপেরও প্রয়োজন নেই। শুধু ফায়ারফক্স-এ লগ-ইন করার জন্য একটি প্রোফাইল দরকার হবে।
ফিচারগুলি উইন্ডোজ, ম্যাক বা লিনাক্সে কাজ করবে। থাকছে স্ক্রিন শেয়ার করার সুবিধাও। এর সবচে ভালো দিক হলো ভিডিও কলিং, ভয়েস কলিং বা মেসেজিংয়ের ক্ষেত্রে ট্রান্সমিশনের জন্য সামান্যতম ডিলে হয় না। এই সংস্করণে ইউজার প্রাইভেসি এবং সিকিউরিটি আরও শক্তিশালী করা হয়েছে বলে দাবি করেছে ফায়ারফক্স। মজিলার এই নতুন ফিচার শুধুমাত্র ডেস্কটপের জন্যই নয়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত।
……..অনলাইন অবলম্বনে সত্যজিৎ কাঞ্জিলাল
পাঠকের মতামত