প্রকাশিত: ২৯/০৯/২০১৫ ১১:৪৭ পূর্বাহ্ণ

image_273425.15
কালের কণ্ঠ:
রাজধানীর গুলশানের কূটনৈতিক জোনে ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে (৫০) হত্যার দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। সোমবার সন্ধ্যায় অতর্কিতভাবে গুলি করে হত্যার পর রাতে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী এই ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করা হয়। তাভেলা সিজার নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কোঅপারেশন নামে একটি বেসরকারি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের সদস্য বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তবে পুলিশ ঘটনার পরপর সিজার যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছিল।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার রাতে বলেন, এটি অবশ্যই পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে কারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের এডিসি আবদুল আহাদ জানান, সন্ধ্যা ৭টায় গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে হাঁটার সময় তিন মোটরসাইকেল আরোহী ইতালির নাগরিক তাভেলা সিজারকে গুলি করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগটি নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাভেলা সিজারকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কূটনৈতিক জোনে বিদেশি নাগরিককে গুলি করে হত্যার খবর শুনে রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করতে যান পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান। তিনি সেখানে সাংবাদিকদের কাছে সিজার ইতালির নাগরিক বলে নিশ্চিত করেন।
এ ছাড়া ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাব, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা সেখান থেকে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

এদিকে কূটনীতিকপাড়া গুলশানে পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে বিদেশি নাগরিক খুন হওয়ায় বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতালিয়ান নাগরিক নিহতের ঘটনার খবর জানাজানি হলে রাতেই যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস তাদের নাগরিকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে। দেশটি বলছে, তাদের কাছে তথ্য রয়েছে বাংলাদেশে জঙ্গিরা পশ্চিমা স্বার্থের ওপর আঘাত হানতে পারে।

পাঠকের মতামত

  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু