
অনলাইন ডেস্ক:
চলে গেলেন ফ্র্যাঙ্ক টাইসন। ৮৫ বছর বয়সে মারা গেলেন সর্বকালের অন্যতম সেরা দ্রুততম বোলার। ইংল্যান্ডের এই বাসিন্দা খেলা ছেড়ে দেওয়ার পর থেকে অস্ট্রেলিয়াতেই থাকতেন। সে দেশের গোল্ড কোস্টের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাইসন। ঝড়ো গতিতে বল করার জন্য সারা বিশ্ব তাঁকে ‘টাইফুন’ নামেই ডাকত।
১৯৫৪-৫৯ পর্যন্ত সময়ে ইংল্যান্ডের হয়ে ১৭টি টেস্ট খেলেছেন টাইফুন। ১৮.৫৬’র গড়ে উইকেট সংখ্যা ৭৬। ১৯৫৪–৫৫ অ্যাশেজে ৫টি টেস্টে ২৮ উইকেট নিয়েছিলেন টাইসন। ইংল্যান্ড সেই বার ৩–১ ফলে সিরিজ জিতেছিল। ল্যাঙ্কাশায়ারে জন্মালেও টাইসন খেলতেন নর্থ্যাম্পটনের হয়ে। ১৯৫২-৬০পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪৪টা ম্যাচে টাইসন ৭৬৭টি উইকেট নিয়েছিলেন। ১৯৬০-এ ৩০ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তারপরই টাইসন অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানে কিছুদিন একটা স্কুলের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। তারপর ভিক্টোরিয়ার কোচও হন। ধারাভাষ্যও দিয়েছেন। ক্রিকেটের ওপর একাধিক বই রয়েছে টাইসনের।
পাঠকের মতামত