
csb24.com::
সিলেটে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তা অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, রবিবার থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন তারা। কিন্তু কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের কর্মসূচি পালনে বাধা দেয়। সকল শিক্ষার্থীদের সেখান থেকে সরে যেতে পুলিশ বাধ্য করছে বলেও অভিযোগ অন্দোলনকারী শিক্ষার্থীদের।
গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এর আগে রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। অভিযোগ, মুহুর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে তরিঘড়ি করে ফলাফল প্রকাশ করা হবে বলে অভিযোগ উঠে। এরপর থেকে পরীক্ষা বাতিল ও পুন:পরীক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।
সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে চেয়েছিলো। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছে তারা।
পাঠকের মতামত