csb24.com::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণের খসড়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক নিরাপত্তা, শাসন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য, অভিবাসী, জলবায়ু পরিবর্তন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ তার বক্তৃতায় ব্যাপক প্রাধান্য পাবে। চলতি বছর নেতৃত্বের ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে জাতিসংঘে তিনি ভাষণ দিতে যাচ্ছেন।
বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কার গ্রহণ করে বৈশ্বিক পরিমন্ডলে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন, দেশে সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রধানমন্ত্রী হিসেবে তাকে পেয়ে খুশী। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান গত এক সপ্তাহে বেশ কয়েকটি ধারাবাহিক রিপোর্টে তার নেতৃত্বের বিষয়টি উল্লেখ করে বলেছে, বাংলাদেশে অধিকাংশ মানুষ চালকের আসনে তাকে পেয়ে খুশি।
জাতিসংঘের ৭০ তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পুরস্কারে ভূষিত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা এবং বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তকারী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ করেছেন। এর আগে তিনি গ্রহণ করেন আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার।
পাঠকের মতামত