
বিসিবি সভাপতির আশা অস্ট্রেলিয়ার সফর হবে
কালের কণ্ঠ:
একটি বিষয় পরিষ্কার করলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, নির্দিষ্ট করে বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের নিরাপত্তা নিয়েই শঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। আজ রবিবার দুপুরে অস্ট্রেলিয়া হাইকমিশনে বৈঠক করেন তিনি। এ দিনই ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তাবিষয়ক প্রধান শন ক্যারোল এসেছেন বাংলাদেশে। হাইকমিশনে যান পাপন। সাথে ছিলেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম।
সেখানেই বৈঠকের পর কথা বলেছেন পাপন। বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেন, ”সফরের ব্যাপারে আমরা আশাবাদী। তাদের নিরাপত্তা দলের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন জমা দেবেন তাদের দেশে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই জানা যাবে, অস্ট্রেলীয় ক্রিকেট দল কবে বাংলাদেশ সফরে আসবে।” তিনি আরো জানান, “নির্দিষ্ট করে বাংলাদেশ নয়, তাদের আশঙ্কা উপমহাদশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে। অস্ট্রেলিয়া সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা সফর পিছিয়েছে। তাদের কাছে কি তথ্য আছে তা অবশ্য বলেনি।”
এর সাথে পাপন আরো বলেন, “আমরা বলেছি বাংলাদেশ নিরাপদ। আজ (রবিবার) তারা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বসবেন। কাল স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বসবেন। তবে আমি এ সফর পিছিয়ে দেওয়ার কোনো কারণ দেখছি না।’
দুই টেস্টের সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু তার আগে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে সফর পেছানোর কথা জানানো হয়।
পাঠকের মতামত