প্রকাশিত: ২৬/০৯/২০১৫ ২:৪২ অপরাহ্ণ , আপডেট: ২৬/০৯/২০১৫ ২:৪২ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি: জেলার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো একজন।
শনিবার দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরের দিকে ছয় যুবক মিলে একসঙ্গে সমুদ্র সৈকতে গোসল করার এক পর্যায়ে ৩ জন পানিতে ডুবে যায়। অন্য সাথীরা তিন জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর যুবক চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত