
csb24.com::
পাকিস্তান ক্রিকেট বোর্ড কাতারে চেয়েছিল পাকিস্তান সুপার লিগ আয়োজন করতে। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে এখন আরব আমিরাতে আয়োজনের উদ্যোগ নিচ্ছে তারা।
আগামী বছরের ৪ থেকে ২৪ ফ্রেবুয়ারি পর্যন্ত পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হবে। দুবাই ও শারজাহতে পিএসএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে পিসিবি জানায়, আগামী ৪ থেকে ২৪ ফ্রেব্রুয়ারি পর্যন্ত দুবাই ও শারজাহতে পিএসএল অনুষ্ঠিত হবে। ২১ দিনে ২৪টি ম্যাচ আয়োজন করা হয়েছে। পিএসএলের চেয়ারম্যান্স নাজাম শেঠী বলেছেন, ‘পিএসএলর দলগুলো বিশ্বের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়দের দলে নিতে পারবেন। ডিসেম্বরে নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শেষ হবে। খেলোয়াড়দের পাশাপাশি নিলামে দলের কোচরাও থাকবে।
এরই মধ্যে সিএসএল খেলার নিশ্চয়তা দিয়েছেন কেভিন পিটারসেন, ক্রিস গেইল, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, লুক রাইট, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, সুনিল নারিন ও অ্যাঞ্জেলো ম্যাথুস। ক্রিকবাজ
পাঠকের মতামত