
csb24.com::
৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন করে চমক দিতে চলেছেন পামেলা অ্যান্ডারসন। নব্বই-এর অন্যতম মার্কিন সেক্স সিম্বল এবং বেওয়াচ নায়িকা ব্যক্তিগত জীবনে একেবারেই নিরামিশাষী। শুধু নিরামিশাষী বললেই হবে না, পামেলা যাকে বলে ‘ভেগান’। আমিষ বর্জন শুধু নয়, প্রাণীজ কোনও খাবারই তিনি খান না। ভেগান ডায়েট চালিয়ে যেতে গত দুই দশক ধরে চিজ, পনিরও বাদ দিয়েছেন। প্রাণীহত্যা বিরোধী প্রচারে এবার পামেলা নতুন উদ্যোগ নিয়েছেন।
শুধু প্রাণীহত্যা বিরোধিতা নয়, পাশাপাশি এটা তাঁর বাণিজ্য উদ্যোগও বটে। কেননা, তিনি এবার শুরু করছেন জুতো আর হ্যান্ডব্যাগের একটি সংস্থা। তবে জুতো আর হ্যান্ডব্যাগ-এ কোনও প্রাণীর চামড়া ব্যবহার হবে না। বদলে পামেলা অ্যান্ডারসন এর কম্পানিতে ব্যবহৃত হবে নন-টক্সিক প্লাস্টিক, অ্যাক্রিলিক আর রাবার। পাশাপাশি প্রতিটি ব্যাগ আর জুতোয় থাকবে পামেলা অ্যান্ডারসনের ছবি।
বেওয়াচ নায়িকা পামেলার বক্তব্য, অনেকেই লেদার প্রোডাক্ট ব্যবহার করেন না, কিন্তু তাঁরা যে কম ফ্যাশনেবল এটা বলা চলে না। সুতরাং তাঁদের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।
পাঠকের মতামত