প্রকাশিত: ২৬/০৯/২০১৫ ১১:১৬ পূর্বাহ্ণ
বাংলানিউজ:: বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আর অপার সম্ভাবনার কথা তুলে ধরে এখানে আরো বেশি বেশি বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পিত ও দায়িত্বশীল শিল্পায়নের ওপর গুরুত্ব দিয়ে যে কোনও বিনিয়োগ থেকে সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে বাংলাদেশ সুযোগ করে দিচ্ছে, বলেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্কে হোটেল ওয়ার্ল্ডফ অ্যাস্টোরিয়ায় স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিআইসিইউ)’র প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করছিলেন শেখ হাসিনা।
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের নিশ্চিত করছি, বাংলাদেশের সঙ্গে ব্যবসা করলে তা আপনাদের জন্য হয়ে উঠবে অনেক বেশি আকর্ষণীয়।
পাঠকের মতামত