বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...
অনলাইন ডেস্ক:
হজের মধ্যে সৌদি আরবের মিনায় এক শিশুর জন্ম হয়েছে। হজ পালনের আনুষ্ঠানিকতা শুরুর দিন মঙ্গলবার মিনা আল-ওয়াদি হাসপাতালে এক পাকিস্তানি নারী সন্তান প্রসব করেন।
মা ও নবজাতক সুস্থ আছেন বলে হাসপাতালের পরিচালক মুহাম্মদ মালাবারি জানিয়েছেন।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, এ বছর হজ পালনেচ্ছুরা মিনায় জড়ো হতে শুরু করার পর এই কারও জন্ম হয়। শিশুটির নাম রাখা হয়েছে মুহাম্মদ আলী। শিশুটির বাবা জানিয়েছেন, তারা মিনায় পৌঁছানোর পরপরই তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় এবং তাকে মিনা আল-ওয়াদি হাসপাতালে নিয়ে আসেন।
পাঠকের মতামত