১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
আব্দুস সালাম, টেকনাফ:: বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ছয়টি মাছ ধরার ট্রলারসহ অস্ত্রের মুখে ধরে নিয়ে ...
অনলাইন ডেস্ক:
১৪ বছরের কমবয়সী কোনও দেহব্যবসায়ীর সঙ্গে যৌনতায় লিপ্ত হলে, অভিযুক্তর ১৫ বছরের জেল হবে, এমনকি হতে পারে ফাঁসিও। চীনের সংসদে দীর্ঘ বিতর্কের পর পাস হল এই আইন। যদিও ১৯৯৭ সালে চীনের ক্রিমিনাল আইনেই এই আইনের কথা নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু আইন বিশেষজ্ঞদের দীর্ঘ তরজা, যুক্তি, পাল্টা যুক্তির কাছে থমকে ছিল দোষীদের সাজার বিষয়টি। অনেকের মত ছিল, এই ধরনের ঘটনায় কেউই দোষী নন, যেহেতু কমবয়সী দেহব্যবসায়ীরা টাকার বিনিময়ে দেহ বিক্রি করছেন তাই তাদের সঙ্গে সেক্স করা কোনও অপরাধ নয়।
চিনের আইনি বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, ” কমবয়সীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়াকে ধর্ষণ হিসেবেই মেনে নেওয়া উচিত। এটা জানার দরকার নেই, মেয়েটি কি করে অথবা তাঁর পেশা কি?” এই আইনের ওপর পাকাপাকি শিলমোহর দেবে চিন প্রশাসন।
পাঠকের মতামত