
অনলাইন ডেস্ক।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।
সাধারণ আধিবেশন যোগ দেয়ার পাশাপাশি জাতিসংঘের পরিবেশ সম্পর্কিত সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স আব দ্য আর্থ ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের টেকসই উন্নয়নে আইসিটি পুরস্কার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে আগামী সোমবার। এ অধিবেশনে অংশ নিতে বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সফরকারে প্রধানমন্ত্রী অন্যান্য রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে সাধারণ অধিবেশনের উদ্বোধনী সেশনে অংশ নিবেন। যোগ দেবেন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে দেয়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে।
সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে শান্তিরক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ওই অধিবেশনের কো-চেয়ার থাকবেন তিনি।
পাঠকের মতামত