
csb24.com:
নিজের ৩৫ তম জন্মদিনে তিনি টেস্ট ক্যাপ পেয়ে গিয়েছিলেন, ৩৫ বছর বয়সে। আর, ৩৬ তম জন্মদিনে সেই অ্যাডাম ভোজেসই অস্ট্রেলিয়ার টেস্ট দলের ডেপুটি। কোন কারণে নিয়মিত অধিনায়ক স্টিফেন স্মিথ ইনজুরিতে বা অসুস্থ থাকলে ভোজেসই দেবেন নেতৃত্ব।
তবে, বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া সফরের আগে এই নেতৃত্বের খবর জানাতে যখন তাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তারা ফোন দিয়েছিল তখন রীতিমত ঘাবড়েই গিয়েছিলেন ভোজেস। কেন? ভেবেছিলেন, সহ অধিনায়কত্ব নয়; দলের জায়গাটাই হারাতে যাচ্ছেন তিনি।
এমন ভাবার কারণ কি? অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে এই ব্যাপারে ভোজেস বলেন, ‘দলে আছি, এটা জানানে বোর্ডের পক্ষ থেকে কখনও ফোন দেয়া হয় না। ছেটে ফেললে ফোন দেয়া হয়। তাই, যখন ফোন আসে তখন ভয়ই পেয়েছিলাম, ভেবেছিলাম দল থেকেই না বাদ দিয়ে দেয়!’
তবে, শেষমেশ ভোজেসের ভয়টা আনন্দেই রূপ নেয়। তার ভাষায়, ‘পরে বুঝতে পারি এট সুসংবাদ ছিল। রডের (প্রধান নির্বাচক রডনি মার্শ) সাথে আলোচনাটা দারুণ ছিল। আর এটাও বুঝতে পারি বড় একটা দায়িত্ব আসতে যাচ্ছে।’
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
পাঠকের মতামত