
csb24.com::
শারীরিক কোনো পর্যায়ের কারণে মস্তিষ্কে টিউমার হওয়ার সম্ভাবনা বাড়ে কি না, এ বিষয়ে গবেষণায় বেশ কিছু তথ্য জানতে পেরেছেন গবেষকরা। এতে জানা গেছে, ওবেস বা স্থূল মানুষদের মস্তিষ্কে টিউমার হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ বেশি থাকে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
আপনার দেহের ওজন যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে তা দ্রুত কমিয়ে ফেলুন। অন্যথায় বিভিন্ন রোগের পাশাপাশি আপনি আক্রান্ত হতে পারেন মস্তিষ্কের টিউমারেও। গবেষকরা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত ওজন রয়েছে এমন ব্যক্তিদের মস্তিষ্কের টিউমারের সম্ভাবনা বেশি থাকে।
গবেষণার জন্য ১৩টি পূর্ববর্তী গবেষণাপত্রকে একত্রিত করেন গবেষকরা। এতে ছয় হাজার মস্তিষ্কের টিউমারে আক্রান্ত রোগীর তথ্যও যাচাই করা হয়। এতে জানা যায়, স্থূল ব্যক্তিদের সঙ্গে মস্তিষ্কের টিউমারের একটি পরিসংখ্যানগত মিল রয়েছে।
গবেষকরা জানান, স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় বেশি ওজনের ব্যক্তিদের মেনিগিওমা টিউমারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২১ শতাংশ বেশি হয়। তবে দেহের ওজন যদি অত্যন্ত বেশি হয় তাহলে এ সম্ভাবনা ৫৪ শতাংশ বেড়ে যায়।
জার্মানির ইউনিভার্সিটি অব রিজেন্সবার্গ-এর গবেষক গনডুলা বেহরেনস এ গবেষণাপত্রটির একজন সহলেখক। তিনি বলেন, ‘বিভিন্ন শারীরিক কারণে দেহের মাত্রাতিরিক্ত ওজনের সঙ্গে সঙ্গে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এর মধ্যে রয়েছে এস্ট্রোজেনের মাত্রাবৃদ্ধি, ইনসুলিন ও প্রো-ইনফ্লেমেটরি সাইটোকাইনস।’
তবে পাশাপাশি তিনি এটাও জানান যে, সব ক্যানসারের সঙ্গেই দেহের ওজন বৃদ্ধির সম্পর্ক নেই।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে, নিউরোলজি জার্নালে।
পাঠকের মতামত