প্রকাশিত: ২২/০৯/২০১৫ ২:১৯ অপরাহ্ণ , আপডেট: ২২/০৯/২০১৫ ৪:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক
সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ১৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আজ দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা আলোচিত এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১লা অক্টোবর দিন ঠিক করে দেন। গ্রেপ্তার ১০ আসামি এসময় আদালতে হাজির ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৮ জনের জাবানবন্দি শুনবে আদালত। উল্লেখ্য, গত ৮ই জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়।
পাঠকের মতামত