প্রকাশিত: ২২/০৯/২০১৫ ১:৫৭ অপরাহ্ণ
লা-লিগায় থাকছে না বার্সেলোনা!

93796_barcelona
csb24.com::
স্পেনের উত্তর-পূর্ব অঞ্চল কাতালুনিয়া। এ অঞ্চলের রাজধানী বার্সেলোনা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মনে করা হয় এটিকে। ভৌগলিকভাবে স্পেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এটি। এ শহরেই গড়ে উঠেছে বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলোর একটি বার্সেলোনা। স্পেন থেকে কাতালুনিয়া আঞ্চলিক স্বায়ত্তশাসন চাচ্ছে অনেকদিন থেকে। এর জন্য আন্দোলনও হয়েছে। দীর্ঘদিন ধরে স্বাধীতনার জন্য গণভোট চাইছে কাতালুনিয়ার জনগণ। তাদের এ দাবীকে স্পেন সরকার এর আগে পুরোপুরি মেনে না নিলেও এখন অনেকটা অসহায়। আগামী শনিবার কাতালুনিয়ার আঞ্চলিক নির্বাচন। ওই নির্বাচনে কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে জনগণের মতামত জানা যাবে। স্বাধীনতার পক্ষের প্রার্থী জয়ী হলে স্পেন থেকে এ অঞ্চলটির স্বাধীন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এতো গেল রাজনীতি। কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে খেলাধুলাও। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয় ফুটবল ক্লাব বার্সেলোনা। ১১৫ বছরের ইতিহাসে তারা দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বার লা লিগার শিরোপা জিতেছে। রানার্স আপ হয়েছে ২৪ বার। স্প্যানিশ কোপা দেল রে’ জিতেছে সর্বোচ্চ ২৭ বার। এছাড়া ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ৫ শিরোপা তাদের আরও উচ্চে আসীন করেছে। শুরু থেকেই তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অধীনে রয়েছে। কিন্তু কাতালুনিয়ার স্বাধীনতা প্রশ্নে বার্সেলোনার ফুটবল ভাগ্যও অনিশ্চিত হয়ে পড়েছে। স্পেনের ক্রীড়ামন্ত্রী মিগুয়েল কারদেলান এর আগে স্পষ্ট করে বলেছিলেন, কাতালুনিয়া স্বাধীন হলে বার্সেলোনাকে স্প্যানিশ লা-লিগায় রাখা সম্ভব হবে না। কারণ, তারা তখন হবে ভিন্ন দেশ। কিন্তু বার্সেলোনার অনেক সমর্থক আশা করছিলেন শাসনতন্ত্র আলাদা হয়ে গেলেও ফুটবলে তারা এক থাকবে। এক্ষেত্রে কাতালুনিয়ার দুই ক্লাব বার্সেলোনা ও এস্পানিওল লা-লিগায় খেলতে পারবে। ওয়েলস স্বায়ত্বশাসন অঞ্চল হয়েও তাদের ক্লাবগুলো ইংলিশ প্রিমিয়ার লীগে খেলতে পারে। বার্সেলোনার সমর্থকরাও স্পেনের কাছ থেকে একই আচরণ আশা করছে। এছাড়া বার্সেলোনাকে লা-লিগায় রাখলে তাদের আয় বেশি হবে এটা বুঝে লা-লিগা কর্তৃপক্ষ বার্সেলোনাকে আলাদা করবে না বলে তাদের বিশ্বাস। এরপরও যদি এটা না হয় তাহলে প্রতিবেশী ফ্রান্সের লীগ ওয়ানে খেলবে বলে আশাবাদী বার্সেলোনা। তবুও তাদের স্বাধীনতা চাই চাই। ফ্রান্সও এ ব্যাপারে তাদেরকে ‘না’ করবে না। বরং সাদরে গ্রহণ করবে বলে তাদের আশা। যেমনটা তারা মোনাকোকে করেছে। এ বিষয়ে এতদিন লা-লিগা কর্তৃপক্ষ মুখ খোলেনি। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারাও এবার মুখ খুলতে শুরু করেছে। লা-লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস স্পেনের ক্রীড়ামন্ত্রীর মতোই স্পষ্ট কথা বললেন। এক টুইটার বার্তায় তিনি জানান, ‘স্পেন যদি বিভক্ত হয়ে যায় তাহলে লা-লিগাও বিভক্ত হয়ে যাবে। আমরা কোনো অযৌক্তিক আবেদন রক্ষা করে কাউকে একসঙ্গে রাখতে পারবো না।’ স্পেনের সাবেক কোচ পেপ গার্দিওলা কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে। এছাড়া বার্সেলোনার খেলোয়াড় জাভি ও জেরার্ড পিকে কাতালুনিয়া স্বাধীনতার জন্য স্পষ্ট সমর্থন চেয়েছেন জনগণের কাছে। বার্সেলোনা ও এস্পানিওলের সমর্থকরা নিজেদের মাঠে প্রতি ম্যাচে স্বাধীন কাতালুনিয়ার পক্ষে গলা ফটান। নিজেদের মাঠে প্রতি ম্যাচরে ১৭তম মিনিটে বার্সেলোনার সমর্থকরা একসঙ্গে দাঁড়িয়ে স্বাধীন কাতালুনিয়ার পাতাকা প্রদর্শন করে গান গায়। ১৭১৪ সালে সর্বশেষ কাতালুনিয়া স্বায়ত্তশাসন ছিল। ওই বছরটা স্মরণ করে তারা ১৭তম মিনিটে গান গায় ও পতাকা উড়ায়। তবে কাতালুনিয়ার স্বাধীনতা নিয়ে কোনো মন্তব্য করতে চান না বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। তিনি বলেন, ‘বার্সেলোনা কোনো রাজনীতির সঙ্গে জড়াতে চায় না। আমি সব সময় ফুটবল নিয়ে কথা বলতে চাই। রাজনীতিতে অনেক কিছু হতে পারে। কিন্তু আমরা নিরপেক্ষ।’

পাঠকের মতামত

  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু
  • সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

    সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

      সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
    আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

    আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

    স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...