প্রকাশিত: ২১/০৯/২০১৫ ৮:৫৮ অপরাহ্ণ
উখিয়ায় সনদ জালিয়াতি বৈধতার জন্য ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে ভুঁয়া শিক্ষক অপু’র অপতৎরপতা !

Apu Pic
বিশেষ প্রতিনিধি :
বহুল আলোচিত নারী লোভী ও ভুঁয়া শিক্ষক সুদর্শন বড়–য়া ওরফে অপূর্ব আহমেদ অপু’র প্রতারণামূলক নানা কর্মকান্ড নিয়ে একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পরও থেমে নেই প্রতারণার নতুন মাত্রা।

অনুসন্ধানে জানা যায়, অপূর্ব আহমেদ অপু ওরফে পূর্ণেন্দু বড়–য়া’র সত্যিকার পরিচয় হচ্ছে পার্বত্য বান্দরবান জেলা বালাঘাটার স্থায়ী বাসিন্দা ও ফরেষ্ট ডিপার্টমেন্টের কর্মচারী স্বপন বড়–য়া পুত্র সুদর্শন বড়–য়া। তারা ৩ ভাই ১ বোনের মধ্যে প্রথম পুত্র সুদর্শন বড়–য়া (বর্তমানে অপূর্ব আহমেদ অপু), দ্বিতীয় পুত্র নিদর্শন বড়–য়া, তৃতীয় পুত্র রুবেল বড়–য়া ও বোন পূর্ণিমা বড়–য়া।

২০০১সালে বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশকৃত পূর্ণেন্দু বড়–য়া (রোল নং- ১১৯২৬৭, শাখা- বিজ্ঞান), পিতা- অরুণ বড়–য়া, মাতা- বিশাখা বড়–য়া নামে অপর এক ব্যক্তির সনদ জালিয়াতি করে নিজেকে পূর্ণেন্দু বড়–য়া পরিচয়ে প্রতারক অপু জালিয়াতির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার সনদ বৈধ করার জন্য সম্প্রতি এফিডেভিটমূলে ধর্মান্তরিত হওয়ার নামে পূর্ণেন্দু বড়–য়ার নাম পরিবর্তন করে অপূর্ব আহমদে অপু, পিতা- অরুণ বড়–য়া, মাতা- বিশাখা বড়–য়া হিসেবে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পশ্চিম ডিগলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা পরিচয়ে জন্ম নিবন্ধন সনদ ও জাতীয়তা সনদ ইস্যু করে। যার জন্ম নিবন্ধন নং- ১৯৮৬২২১৯৪৪৭০৪৯০৪৩, ইস্যুর তারিখ- ০৯/০৮/২০১৫, বহি নং- ২৮।
Birth Certifcate of Raja Palong copy

অপরদিকে ইতিপূর্বেও উক্ত নারী লোভী, প্রতারক ও সনদ জালিয়াতকারী জালিয়াপালং ইউনিয়ন পরিষদ থেকে ভুঁয়া জন্ম নিবন্ধন সনদ ইস্যু করে। যার নিবন্ধন তারিখ- ২১/১১/২০১৩ইং, বহি নং-২২, পরিচিতি নং- ১৯৮৬২২১৯৪৩১১৪৭৮৬২, নাম- মোহাম্মদ অপু, পিতা- দিদার হোসেন, মাতা- খদিজা বেগম, সাং- সোনারপাড়া, জালিয়াপালং, উপজেলা-উখিয়া, জেলা- কক্সবাজার।
Apu Birth Certificate
অনুসন্ধানে আরো জানা যায়, প্রতারক অপু তৎকালীন জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ে (খন্ডকালীন) চাকুরীকালীন সহকারী শিক্ষিকা কুররাতুল আইন লাকীর শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি করে তার সর্বশেষ কর্মস্থল টাইপালং হামিদিয়া দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা সুপার মাও: আব্দুর রহিম, ম্যানেজিং কমিটির সভাপতি জাফর আলম ভুলু ও অপরাপর সদস্যদের ম্যানেজ করে স্থায়ী নিয়োগের জন্য গত ১৭/০৫/২০১৫ইং তারিখ, রবিবার, সকাল ১১টার সময় কক্সবাজার জেলা শিক্ষা অফিসে যথারীতি পরীক্ষা শেষে এমপিও ভুক্তির ফাইল প্রেরণ করে। এতে শিক্ষাগত যোগ্যতার সনদ ও শিক্ষক নিবন্ধন সনদ সহ একাধিক অমিল থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাইল আটকে রাখে এবং পরবর্তীতে রহস্যজনক কারণে এমপিও ভুক্তির জন্য ভুঁয়া বি.এস.সি শিক্ষক অপুর ফাইল প্রেরণ করে। যা পরবর্তীতে একাধিক তথ্যের অমিল থাকায় ১৬/০৮/২০১৫ইং তারিখ উক্ত ফাইল ফেরত আসে।

তবে নিয়োগে অনিয়ম, সনদ জালিয়াতি ও এমপিও ভুক্তির জন্য মাউশি তে ফাইল প্রেরণের বিষয়ে কিছুই জানেন না বলে জানান উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া।

তার এসব প্রতারণা ও সনদ জালিয়াতির বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে তিনি মাদ্রাসা উপস্থিত হয়নি তবে মাদ্রাসা কর্তৃপক্ষ তার ফাইল জব্দ করেছে বলে জানান মাদ্রাসা সুপার মাও: আব্দুর রহিম।

জীবনে এসব প্রতারণা, নারী কেলেঙ্কারী ও সনদ জালিয়াতি সহ ইতিপূর্বে ভোটার তালিকা হালনাগাদের সময় তিনি দেশে থাকা স্বত্ত্বেও কেন ভোটার হয়নি কেন ০১৮৭৬৯৭৫৫৮০ ফোন করে জানতে চাওয়া হলে অপু এ প্রতিবেদকের সাথে অশালীন আচরণ করে দেখে নেওয়ার হুমকি দেয়।
National Certificate of Raja Palong-2
এদিকে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের অপতৎপরতায় চলতি ভোটার তালিকা হালনাগাদে ছবি তোলার জন্য অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে উখিয়া উপজেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন ইতিপূর্বে অভিযোগ পাওয়া যায়নি তবে কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এলাকায় অবস্থান করেও কেন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি হয়নি এবং অন্যের সনদ নিজের নামে বৈধ করার জন্য ভুঁয়া কাগজ পত্র তৈরী, পিতা-মাতা নাম সহ একাধিক তথ্য জালিয়াতি করে প্রতারক সুদর্শন বড়–য়া সুযোগ বুঝে ভিন্ন নামে (মোহাম্মদ অপু, অপূর্ব আহমেদ অপু, পূর্ণেন্দু বড়–য়া) নামে তথ্য বিভ্রাট করে প্রতারণা করে আসছে।

তার এহেন নারী কেলেঙ্কারী, জালিয়াতি ও প্রতারণাকারী অপূর্ব আহমেদ অপুর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান সচেতনমহল।

পাঠকের মতামত

  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...