বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...
অনলাইন ডেস্ক।
একদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, রিমান্ড—অন্যদিকে ফল প্রকাশ, দুটো একসঙ্গে চলতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বিষয়টির দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষভাবে নজর দেয়ার আহ্বান জানান তিনি।
সোমবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সত্য হলে নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানান তিনি।
এ সময় টাঙ্গাইলের কালিহাতির ঘটনায় গ্রামবাসীদের বিক্ষোভ করা স্বাভাবিক—উল্লেখ করে কোন ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেখানে গুলি চালানো হলো তাও তদন্তের দাবি জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
পাঠকের মতামত