
অনলাইন ডেস্ক |
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশি হামলায় চারজন নিহতের ঘটনায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন ঘাটাইল থানার মোকলেসুর রহমান ও কালিহাতীর শহীদুল ইসলাম। গত ১৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা আলামিন ও তাঁর মাকে বিবস্ত্র করে নির্যাতন চালায়।
উল্লেখ্য, ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে বিক্ষোভ করার প্রস্তুতি নেয় এলাকাবাসী। এ সময় পুলিশ বাধা দিলে মিছিল থেকে ঢিল ছুঁড়ে মারা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মিছিলে অংশগ্রহণকারীর ওপর চড়াও হয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।
এ সময় এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলি বর্ষণ করে। এতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শামীম, কালীহাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ফারুক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রবি নামে তিন জনের মৃত্যু হয়। এ সময় রুবেল নামে আরও একজন মাথায় গুলিবিদ্ধ হন। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
পাঠকের মতামত