
অনলাইন ডেস্ক:
পেনাল্টি মিসে হ্যাটট্রিক মিস করলেন লিওনেল মেসি। তবে তার জোড়া গোলে মওসুমে শতভাগ জয়ের ধারা জারি রেখেছে বার্সেলোনা। স্প্যানিশ লা-লিগায় রোববার কাতালানরা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লেভান্তেকে। এতে ২০১৫-১৬ মওসুমে ৪ ম্যাচের প্রতিটি জিতে ১২ পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এদিন ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকদের আটকে রাখে লেভান্তের ডিফেন্ডাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে বার্সেলোনার ফরোয়ার্ডরা। ৫০ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মার্ক বারত্রা। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। আর ৬১ মিনিটে পেনাল্টির সাহায্যে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। ৬৬ মিনেটে লেভান্তের হয়ে সান্ত¡নার একটি গোল করেন কাস্তানো। আর ৯০ মিনিটে বার্সেলোনার চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন মেসি। অবশ্য এর আগে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন এ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টি শটটি তিনি লেভান্তের ক্রসবারের ওপর দিয়ে গ্যালারিতে পাঠান। এই নিয়ে চলতি মওসুমে ৩ পেনাল্টির দু’টিই মিস করলেন তিনি। আর সব মিলিয়ে ক্যারিয়ায়ে ৬৫ পেনাল্টির ১৫তম মিস এটি তার।
পাঠকের মতামত