
ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত ৮ম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৫ তে বাংলাদেশ দল আরো একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদকসহ মোট ৪টি পদক জয় করেছে।
তালকাতোরা ইনডোর স্টেডিয়াম নয়াদিল্লীতে প্রতিযোগিতার দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় পুরুষ দলগত কাতায় রৌপ্য পদক পেয়েছে বাংলাদেশের নুরুজ্জামান সিনথিয়া, মোহাম্মদ হোসেন খান ও মোহাম্মদ হাসান খান। এই বিভাগে স্বর্ণ পেয়েছে শ্রীলঙ্কা এবং ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক ভারত।
এদিকে, পুরুষ মাইনাস ৫০ কেজি ওজন শ্রেনী কুমিতে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের সবুজ মিয়া। স্বর্ণ পেয়েছে স্বাগতিক ভারত ও রৌপ্য পেয়েছে শ্রীলঙ্কা।
এছাড়া, পুরুষ মাইনাস ৫৫ কেজি ওজন শ্রেনী কুমিতে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের ইকবাল। স্বর্ণ পেয়েছে শ্রীলঙ্কা ও রৌপ্য পেয়েছে স্বাগতিক ভারত।
উল্লেখ্য, শনিবার বাংলাদেশের মাউন জেরা বরনা মহিলা মাইনাস ৪৮ কেজি ওজন শ্রেনী কুমিতে বাংলাদেশের পক্ষে প্রথম রৌপ্য পদক জয় করেন।
পাঠকের মতামত