
অনলাইন ডেস্ক:
যে সব রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে যাচাই-বাছাই করে তাদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম।
শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, কৌশলে যেসব রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তার কিছু যাচাই-বাছাই করে বাদ দেওয়া হয়েছে। আরো যারা আছে তা তদন্ত করে বাদ দেওয়া হবে।
রোহিঙ্গা সমস্যাটি কেবল মানবিক সমস্যা নয় এটি একটি আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যা বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, রোহিঙ্গা আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। রোহিঙ্গারা এদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে। আর সামান্য টাকার জন্য কিছু লোক তাদের সহযোগিতা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের জরিপমতে, ২০১৫ সালের ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হওয়ার কথা ২ দশমিক ৪৫ ভাগ তরুণ ও যুবকের। কিন্তু কক্সবাজারে এ হার প্রায় ৬ শতাংশের কাছাকাছি।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, কক্সবাজার নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, কক্সবাজার ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগমসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন।
পাঠকের মতামত