
মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলার সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহারের মূর্তি চুরি মামলার দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে লামা পৌর এলাকার সাবেক বিলছড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা উহ্লামং মার্মার ছেলে মংওয়াং মার্মা (৩২) ও অংথোয়াই মার্মার ছেলে মংএথুই মার্মা (৩৪)।
সূত্র জানায়, ২০১৩ সালের ১২ জুলাই লামা পৌরসভার সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহারে রক্ষিত অর্ধশতাধিক বুদ্ধমূর্তি চুরি হয়। চুরির ঘটনায় বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের পক্ষে থুইহ্লাচিং মার্মা বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় মামলা করেন (মামলা নং- জি/আর ৮৯/১৩, তারিখ- ১২/০৭/২০১৩)। দীর্ঘ বিচার কার্য শেষে অভিযুক্ত আসামী ৩ জনের প্রত্যেককে ৩ বছর করে কারাদন্ড ও নগদ ২ হাজার টাকা জরিমানা করেন আদালত। এদিকে, বিচার কার্যের শুরু থেকে আসামীরা পলাতক ছিল। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক হারুণ-অর রশীদ ও সহকারী উপ-পরিদর্শক অপু বড়–য়ার নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা সাবেক বিলছড়ি থেকে দু’জনকে আটক করেন। এ মামলার আরেক আসামী উবাথোয়াই মার্মাকে (৩০) ইতিপূর্বে গ্রেফতার পূর্বক কারাগারে পাঠানো হয়েছে।
বৌদ্ধ মূর্তি চুরি মামলার সাজাপ্রাপ্ত মংওয়াং মার্মা (৩২) ও মংএথুই মার্মাকে (৩৪) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম নিশ্চিত করেন।
পাঠকের মতামত