
হাসান মাহমুদ, আলীকদম:
বান্দরবানের আলীকদম উপজেলায় বাল্যবিবাহ ও জন্ম নিবন্ধন বিষয়ে জনসচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের মম্পাখই হেডম্যান পাড়াতে বেসরকরী উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর উদ্যোগে ঝংকার নাট্যগোষ্ঠীর মঞ্চায়নে “কেজে গেরে” এ পথ নাটকটি অনুষ্ঠিত হয়। সকালে পথনাটক পরিবেশনার শেষে মার্মা ঐতিহ্যবাহী সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এসময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন গ্রীন হিল শিখা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও আইনজীবী আহমেদ তাসনিম আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ট্রেইনিং এন্ড ডকুমেন্টেশন) কর্মকর্তা রিকো খীসা, এলাকা সমন্বয়কারী কুশল চাকমা, মম্পাখই হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ উইচারা (ভিক্ষু) ও পাড়া কারবারী ধুংহ্লামং মার্মা প্রমুখ।
পরিবেশিত এই নাটকের মার্মা সমাজের জীবনযাত্রার মান, বাল্যবিবাহ, জন্ম নিবন্ধন বিষয় এবং কোন ক্ষতিগ্রস্থ নারী-পুরুষ কিভাবে বিনামূল্যের আইনী সহায়তা নিবেন সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়গুলো উল্লেখ ও প্রদর্শন করা হয়েছে। নাটক আয়োজকরা জানান, পাড়াতে নাটক চলাকালীন সময়ে গ্রীন হিল শিখা প্রকল্পের আইনজীবী মাধ্যমে জনগণকে আইনী পরামর্শ দেওয়া হয়েছে। এই পথনটকটি আগামীকাল ১নং আলীকদম সদরে বাবু পাড়াতেও পরিবেশন করা হবে।
পাঠকের মতামত