শহিদুল ইসলাম, উখিয়া :
কক্সবাজারের উখিয়ায় এক কিশোরীরকে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ধর্ষিতার মাতা রুব্বান বেগম বাদী হয়ে উখিয়া থানায় ২ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টায় উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের মোহাম্মদ শফির বিল ব্রিজের নিচে। জানা যায় উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া গ্রামের ফরিদুল আলমের মেয়ে গত ১৪ তারিখ বড় বোনের বাড়ী থেকে টম টম যোগে নিজ বাড়ী ফেরার পথে মোহাম্মদ শফির ব্রিজ এলাকায় পৌঁছলে টম টম চালক মৃত শুক্কুর এর ছেলে চেহের আলী ও মোহাম্মদ আলম এর ছেলে মিজানের নেতৃত্বে বখাটেরা ব্রিজের নিচে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে। পরে মেয়ে বাড়ীতে না আসায় পরিবারের লোকজন খুজাখুজি শুরু করেন। জালিয়া পালং ইউনিয়নেরে মোহাম্মদ শফির বিল এলাকার নুরুল ইসলাম সওদাগরের দোকানের পাশথেকে গুরত্বর অবস্থায় মেয়েকে উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তারা ধর্ষিতা মেয়ের অবস্থা আশংকা জনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। জালিয়া পালং ইউপি চেয়ারম্যন আনোয়র হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি অত্যান্ত মনর্মান্তিক। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। দ্রুত মামালা রুজুকরারও দাবী করেন। ইতি মধ্যে ঘটনার তদন্তে মাঠে নেমেছেন উখিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম বলেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
প্রকাশিত: ১৯/০৯/২০১৫ ৭:১৯ অপরাহ্ণ
পাঠকের মতামত