
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফ-কক্সবার সড়কের হ্নীলায় মাল বোঝাই ট্রাক ডেবে বৃহৎকার গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বারবার একই স্থানে মাল বোঝাই ট্রাক ডেবে গেলেও এসব মেরামতের কেউ না থাকায় প্রতিনিয়ত দূঘর্টনার পাশাপাশি জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ১৮ সেপ্টেম্বর বিকার সাড়ে ৩টারদিকে ঢাকা হতে পেকেটজাত লবণ বোঝাই ট্রাক (খাগড়াছড়ি-ট-১১-০০৭৬) হ্নীলা বাসষ্টেশন এলাকায় এসে ওভারটেক করার সময় সৃষ্ট খাদে ডেবে যায। চালক অনেক চেষ্টা করে তুলতে না পারায় দীর্ঘ লাইন যানজটের সৃষ্টি হয়। অবশেষে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিকল্প পথ সৃষ্টি করে যানবাহন যাতায়াত শুরু করে। এরপর যানজট কমতে শুরু করে। এ ব্যাপারে সম্ভাব্য মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম জানান, টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা বাসষ্টেশনে দীর্ঘ দিন ধরে বড় বড় গর্ত সুর্ষ্টি হয়েছে। কিন্তু সড়ক বিভাগ কোন ব্যবস্থা না নেয়ায় প্রতিনিয়ত এখানে মালবাহী ট্রাক ফেসে যাওয়ার ঘটনা ঘটছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরণের ঘটনা মেনে নেয়া যায়না। এই রিপোর্ট লেখা পর্যন্ত পেকেটজাত লবণ বোঝাই ট্রাক উদ্ধারের চেষ্টা চললেও উদ্ধার করতে পারেনি। উলেখ্য দীর্ঘদিন যাবত হ্নীলা বাসষ্টেশন সংস্কার না হওয়ায় যাবতীয় যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হলেও সংশিষ্ট কতৃপক্ষের কোন মাথাব্যথা না থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত