বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...
অনলাইন ডেস্ক:
যশোর সদর উপজেলার রাজারহাটে অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার এসআই মাহমুদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা পাঁচ/ছয়জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় গিয়ে দায়িত্বরত দুজন নৈশপ্রহরীকে বেঁধে মারধর করে এবং ব্যাংকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের ভোল্ট ভেঙে ২১ লাখ ৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, নৈশপ্রহরী বিশ্বজিত ও শহিদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে বিশ্বজিতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যাংকের মধ্যে একটি দোনলা বন্দুক থাকলেও দুর্বৃত্তরা সেটি নেয়নি।
পাঠকের মতামত