csb24.com::
বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নিয়োগবঞ্চিত প্রায় ১০ হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩৬৭টি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আগামী ৬০ দিনের মধ্যে তাদের নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া।
শিক্ষকদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, ৩৬৭টি রিট আবেদনের শুনানি শেষে আদালত ৬০ দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে বলেছেন। এ সব রিটে বিচারপ্রার্থীর সংখ্যা প্রায় ১০ হাজারের মতো। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। ২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে উপজেলা প্যানেলভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য বলা হয়। পরীক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ শেষে ২০১২ সালের ৯ এপ্রিল উত্তীর্ণ ৪২ হাজার ৬১১ জনের তালিকা প্রকাশ করা হয়। তবে এর কয়েক দিন আগে ২০১২ সালের ২১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এক পরিপত্রে উপজেলাভিত্তিক নয়, ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানায়। এর পর বিভিন্ন সময় প্রায় ১০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু যারা নিয়োগবঞ্চিত তারা আদালতে রিট আবেদন করেন। হাইকোর্ট তাদের পক্ষে রায় দেন।
পাঠকের মতামত