
মাননীয়
সংসদ সদস্য
উখিয়া-টেকনাফ
ককক্সবাজার-৪
বর্তমান সময়ের ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তি নির্ভর দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রায় খোলা চিঠি লেখা দেখা যায়।তাই উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একজন
ছাত্র হিসাবে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতিদিনের কষ্টের কথা বিবেচনা করে অামি ও অাপনার
নিকট একখানা খোলা চিঠি লিখার অাগ্রহ প্রকাশ করলাম,তবে অাপনার কাছে লিখা খোলা চিঠিতে অামার ও অামার পরিবারের জন্য কোনো অর্থ সহায়তা ও সহযোগিতা
চেয়ে নই,উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যয়নরত হাজারো ও
শিক্ষার্থীদের সুবিধাদ্বে কলেজ বাস চেয়ে অাবেদন প্রসঙ্গে..
মাননীয় সংসদ সদস্য মহোদয় অাপনি জানেন কক্সবাজার জেলার সর্ব
দক্ষিণে সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কক্সবাজার – টেকনাফ মহাসড়কের পাশে সবুজ, শ্যামল,মনোরম পরিবেশে অবস্থিত, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজে পড়ালেখা করতে অাসা
শিক্ষার্থীদেরর অাসা যাওয়া জন্য যাতায়তের সমস্যা ঘন্টার পর ঘন্টা গাড়ীর অপেক্ষায় দাড়িয়ে থাকতে হয়,তাও অাবার গাড়ীতে ওঠাতে চাইনা গাড়ী চালকরা।যার কারনে
শিক্ষার্থীরা প্রতি নিয়তে ভোগান্তিতে ভোগে।প্রায় সময় সঠিক সময়ে ক্লাসে ও পৌছতে পারে না
শিক্ষার্থীরা।মাননীয় সংসদ সদস্য মহোদয় অাপনি উখিয়া – টেকনাফের দুই-দুইবার নির্বাচিত এমপি তথা উখিয়া বিশ্ববিদ্যালয় পরিচালানা পর্ষদের সম্মানিত সভাপতি অাপনার
সার্বিক সহযোগিতায় উখিয়া কলেজে ৪টি বিষয়ে অর্নাস চালু করা
হয়েছে,যা এই সুবাদে এলাকার গরীব ছেলেমেয়ে উচ্চ শিক্ষা গ্রহনের
সুযোগ পেয়েছে,অাপনি একজন মহান
উদার ব্যাক্তি,বর্তমানে সরকার শিক্ষা
ক্ষেত্রে অনেক গুরুত্ব দিয়ে
অাসছে,সরকারে ধারা বাহিকতায়
অাপনি উখিয়া বিশ্ববিদ্যালয়
কলেজের শিক্ষার্থী দের যাতায়তের
সমস্যার বিষয়টি বিবেচনা করে
অবিলম্বে একটি কলেজ বাস প্রদান করে
দৃশ্যান্তর স্থাপন করবে বলে অাশা
প্রকাশ করি, কলেজের অধ্যয়নরত
শিক্ষার্থীরা গরীব ও মধ্যবিত্ত
পরিবারের ছেলে মেয়ে, অাপনি
অতীতে ও উখিয়া বিশ্ববিদ্যালয়
কলেজের উন্নায়নের অবদান
রেখেছেন।তাই ছাত্র ছাত্রী দের
যাতায়তের সমস্যাটি বিবেচনা করে
উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজে একটি
কলেজ বাস প্রদান করার জন্য
শিক্ষার্থীদের পক্ষ থেকে অাপনার
কাছে জোর দাবী জানাই।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু,
ইতি.
অালমগীর অালম নিসা
সাবেক যুগ্ম অাহবায়ক
উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ
ছাত্রলীগ।
মোবাইল- ০১৮৩১৫২৫২০৬
পাঠকের মতামত