
নিজেদের অধিকার প্রতিষ্ঠায় তিনদফা দাবীতে মাঠে নেমেছে কক্সবাজারের বেসরকারী অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষককরা। এ দাবীতে ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সভাপতি নুরুল আবছার সিকদার’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মং ওয়ান নাইন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি ইকবাল হোসাইন, ফরিদুল আলম, কক্সবাজার জেলা সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম।
শিক্ষকদের যৌক্তির দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আ.লীগ নেতা ফরিদুল আলম।
কক্সবাজার সিটি কলেজের শিক্ষক সুনন্দিতা চৌধুরী পপি এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন চকরিয়া কলেজের আলী আকবর, রামু কলেজের বেলাল উদ্দিন, উখিয়া কলেজের নুরুল আমিন, মহেশখালী কলেজের মোহাম্মদ আলম।
বক্তারা বলেন- আমাদের তিন দফা দাবী মানতে হবে। ১. চলতি অর্থ বছরেই জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত সকল শিক্ষকদের এমপিওভুক্ত করণ ২. যোগদানের তারিখ থেকে যোগ্যতা ও অভিজ্ঞতা বর্ণনাপূর্বক উচ্চতর স্কেল প্রদান ৩. সরকারী কলেজের সাথে বেসরকারী কলেজের যাবতীয় পেশাগত বৈষম্য দূর করতে হবে।
তারা বলেন- বর্তমানে ৩৯২ সেসরকারী কলেজে চার লক্ষাধিক শিক্ষার্থীর জন্য সাড়ে তিনহাজারের অধিক শিক্ষক কর্মরত রয়েছে। দীর্ঘ ২১ বছরেও এসব শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়নি।
তারা আরো বলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সরকারী বেতন স্কেল অনুযায়ী এগার হাজার টাকা হারে বেতন দেয়ার কথা থাকলেও নামমাত্র মাসিক আড়াই হাজার থেকে পাঁচহাজার টাকা সম্মানি দেয়া হচ্ছে। এই বেতনে শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
সরকারকে হুঁশিয়ার করে বক্তারা বলেন, একজন শিক্ষক বেতন পাবে, আরেকজন বেতন না পেয়ে অনাহারে অর্ধাহারে থাকবে এটা হতে পারেনা। আগামী ঈদের আগে তাদের দাবী মেনে নিতে হবে। অন্যথায় ঈদের পর সারাদেশে একযোগে কর্মবিরতি পালনসহ কঠোর কর্মসুচির ডাক দেয়া হবে।
মানববন্ধন শেষে জেলার অনার্স-মাস্টার্স কলেজে কর্মরত বেসরকারী শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ডিজি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি দেন।
এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- কক্সবাজার সিটি কলেজের শিক্ষক ইকবাল উদ্দিন, জোৎ¯œা ইয়াছমিন, নুরুল হুদা, আব্দুল মালেক কাজল, মুবিনুল হক, এনামুল হক, বিকাশ কান্তি দে, সাজ্জাদুল ইসলাম, এমিছান, পবন পাল, ছৈয়দা রিফাত জাহান, মেঘলা দেব, সুমনা ইয়াছমিন, নাজমা আরা, রুমখি আকতার, এএস ছেন, জোহারিন ফেরদৌস, তনজিদা হানিফ, শাহনেওয়াজ মোরশেদ, নাসির উদ্দিন, আনোয়ার জাহেদ (রাসেল), হালিমা আকতার, রুমেনা আকতার প্রমুখ।
পাঠকের মতামত