
সিএসবি২৪.কম:
পুরানো অধিনায়ক দিনেশ রামদিনকে সরিয়ে তরুণ জেসন হোল্ডারকে অধিনায়ক করায় অনেক সমালোচনার মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে এই সিদ্ধান্তে ক্যারিবীয় নির্বাচকদের সাধুবাদ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ‘ক্রিকেটের বরপুত্র’ ব্রায়ান চার্লস লারা।
তিনি মনে করেন হোল্ডার তার দায়িত্ব বুঝেই কাজ করছেন। তিনি বলেন, ‘হোল্ডারকে অধিনায়কের দায়িত্ব দিয়ে সময়োপযোগী দারুণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তরুণটি যেভাবে চাপ সামলাতে জানে, যেভাবে চাপের মধ্যেও ব্যাট ও বলে সাফল্য পেতে জানে, তা যেন ক্লাইভ লয়েডের (ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার) স্মৃতিকেই ফিরিয়ে আনে। হোল্ডারকে দেখলে কিংবদন্তি লয়েডের কথাই মনে পড়ে যায় আমার। ’
তিনি আরো বলেন, ‘হোল্ডার অবশ্যই অধিনায়ক হিসেবে ভাল করবে বলে বিশ্বাস রাখি আমি। তবে এ জন্য দল ও ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড থেকে সমর্থন দিতে হবে তাকে।’ টেস্ট অধিনায়ক হিসেবে মাত্র ২৩ বছর বয়সে অভিষেক হবে এই পেসারের। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সবচেয়ে কম বয়সে টেস্ট অধিনায়ক হওয়ার তালিকায় হোল্ডার রয়েছে দ্বিতীয় স্থানে।
সূত্র – বারবাডোজ টুডে
পাঠকের মতামত