
অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন খানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি অরিন্দম গোলদার বাদী হয়ে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে (ঘ অঞ্চল) মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী সেলিম হোসেন, শুকুর আলী ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইমরান হোসেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় শীর্ষ নেতাদের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ও প্যানা বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে টাঙানো হয়। ১৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন খানের নির্দেশে যা খুলে টয়লেটের সেফটি ট্যাংক ও ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। :: বিডি-প্রতিদিন
পাঠকের মতামত