প্রকাশিত: ১৫/০৯/২০১৫ ৭:২০ অপরাহ্ণ
উখিয়ার গোরাইয়ার দ্বীপ স্কুলের দুর্নীতি তদন্তে নেমেছে শিক্ষা অফিস

durnite
শহিদুল ইসলাম, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার অজপাড়া গাঁয়ে অবস্থিত গোরাইয়ার দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষ্ট পরিবেশ বিঘিœত হওয়ার উপক্রম দেখা দিয়েছে। বিদ্যালয়টির সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়া লেখার ক্ষেত্রে ও বিঘœ ঘটছে। স্থানীয় শিক্ষানুরাগী কতিপয় দানশীল ব্যাক্তিদের সাহায্য সহযোগিতায় ১৯৮৭ সালে এতদাঞ্চলের অবহেলিত ও দরিদ্র মানুষের ছেলেমেয়েদের শিক্ষা-দীক্ষায় আলোকিত করতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মরহুম মাহফুজুল রহমান সিকদার। বিগত সময়ে অসংখ্য সমস্যা ও সংকট মোকাবেলা করে বিদ্যালয়টিকে প্রাতিষ্টানিক রুপ দিতে শিক্ষক শিক্ষিকা, এলাকার অভিভাবক সমাজ ও বিদ্যালয় পরিচালনা কমিটির আন্তরিকতার কোন ঘাটতি ছিল না। গত দুই বছর আগেও বিদ্যালয়টির শিক্ষার সুষ্ট পরিবেশ বিরাজ করছিল। সম্প্রতি মাস পাঁচেক ধরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয় বড়–য়া অনিয়ম-দুর্ণীতির আশ্রয় নিয়ে শিক্ষানীতি লংঘন করে বিদ্যালয়টির সুষ্ট পরিবেশ বিনিষ্টের নেপথ্যে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কমিটির সকল সদস্যগণ গণস্বাক্ষর দিয়ে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্থানীয় সাংসদ, উপজেলা শিক্ষা অফিসার বরাবরে গত ১৩ সেপ্টেম্বর অনুলিপি প্রেরণ করা হয়েছে।

গোরাইয়ার দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আবদুর রশিদ জানান, গত ১ জানুয়ারী ২০১৫ ইং তারিখে প্রধান শিক্ষক অমিয় বড়–য়া যোগদানের পর থেকে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলমের সাথে গোপন আতাঁেতর মাধ্যমে সরকারের বরাদ্ধকৃত শিক্ষা প্রকল্পের বিভিন্ন অর্থ আতœসাত করে আসছে। এছাড়া ২০১৪ সালে শ্লিপ কমিটির ৮ হাজার টাকা, ২০১৫ সালে প্রথমে ১৫ হাজার, ২য় দফায় ১৫ হাজার এবং প্রাক-প্রাথমিক শিক্ষা উপকরণ বাবত ৫ হাজারসহ সর্বমোট ৪৩ হাজার টাকা আতœসাত করেন। ভুঁয়া-বিল, ভাউচার দাখিল করে প্রধান শিক্ষক ও সভাপতি সমুদয় টাকা হাতিয়ে নেয়। এ ঘটনা নিয়ে স্থানীয় অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

অভিভাবক মহল জানান, নামে মাত্র বিদ্যালয় সংস্কারের নামে এভাবে সরকারি অর্থ আতœসাত করা হলে বিদ্যালয়টির অবস্থা কি হতে পারে।

বর্তমানে বহুমুখি সমস্যা বিদ্যালয়টিতে রয়েছে। তৎমধ্যে সুষ্ক মৌসুমে পানিয় জলের অভাব,ড্রেনেজ ব্যবস্থা,বিদ্যালযের বাউন্ডারি,গভীর নলকুপ, চৌচাগারসহ বিভিন্ন সমস্যা লেগে রয়েছে। এসব সমস্যা বিরাজমান থাকার পর প্রতিষ্ঠানটি এ পর্যন্ত তাদের সুনাম ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অন্তরায়ের পিছনে প্রধান শিক্ষক ও সভাপতির অনিয়ম দুর্নীতি দায়ী। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আজিজুল হোছাইন জানান, এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলাকার দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা প্রাইমারি লেভেল শেষ করে অনেকে উচ্চ শিক্ষিত হয়েছে। এটা তাদের জন্য গর্বের বিষয়ও বটে।

এদিকে মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে উখিয়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদ ও মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন অভিযোগের তদন্তের জন্য গোরাইয়ার দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পান। শিক্ষা অফিসার মোকতার আহমদ জানান, উভয় পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেছিলাম, সময় না থাকায় আগামী শুক্রবার বৈঠকের দিন ধার্য্য করে অফিসে ফিরে আসি। স্থানীয়রা প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা উপকরণ ক্রয় ও বিদ্যালয় সংস্কারসহ আসবাবপত্র ক্রয়ের নামে বছরের পর বছর শ্লিপের টাকা আতœসাতের ঘটনা কোন নতুন বিষয় নয়। এগুলো বন্ধ করতে সরকার সংশ্লিষ্ট শিক্ষানুরাগি ব্যক্তিদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুর্নীতিবাজ শিক্ষক ও সভাপতিকে প্রত্যাহার করতে হবে। বিদ্যালয়টির দৈন্য-দশা দ্রুত নিস্পত্তি হোক এটাই স্থানীয়দের প্রত্যাশা।

পাঠকের মতামত

  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

    নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

      পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...