
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুইটিলা নামক স্থানে চাঁদা না পেয়ে মালবাহি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। এই একই স্থানে মাত্র ১৬ দিন আগে মাল বোঝাই আরো একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিলো সন্ত্রাসীরা।
বিস্বস্থ সূত্রে জানা গেছে, প্রাণ কোম্পানীর মালবাহি একটি ট্রাক (চট্টমেট্টো-ত-১১-২৩৩৮) আগুণ ধরিয়ে পুড়িয়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় পণ্য বোঝাই করে দীঘিনালা থেকে বাঘাইছড়ি আসার পথে পাহাড়ি সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ক্ষয়-ক্ষতির পরিমান এখনো পর্যন্ত জানাতে পারেননি।নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য মতে, বাঘাইছড়ি উপজেলায় প্রাণ কোম্পানী পরিবেশক প্রবীণ বাবু’র কাছে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে বিগত কয়েক সপ্তাহ যাবৎ হুমকি দিয়ে আসছিলো।এতে তিনি সাড়া না দেওয়ায় মঙ্গলবার সকালে তার গুদামে পণ্য নিয়ে আসার সময় দুইটিলা নামক স্থানে আসলে সন্ত্রাসীরা পণ্য ভর্তি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।এতে করে মালসহ গাড়িটি সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি টীম ঘটনাস্থলের দিকে গেছে বলে জানা গেছে।বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি আমি জেনেছি এবং ঘটনাস্থলটি সাজেক থানার অর্ন্তগত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ধারন করা যায়নি।তবে আবারো উত্তপ্ত হতে চলেছে সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলা।বাঘাইছড়ি বাঙ্গালী ছাত্র পরিষদের পক্ষ থেকে নিন্দা ও প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
পাঠকের মতামত