কক্সবাজার প্রতিনিধি ॥
কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় এক অসহায় সংখ্যালঘু পরিবারকে খরিদকৃত জমি থেকে উচ্ছেদের পরিকল্পনার অভিযোগ উঠেছে। এরই অংশ হিসেবে গত ৪ বছর ধরে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে ভুমিদস্যুরা। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উক্ত এলাকার মৃত তেজেন্দ্র লাল দত্তের পুত্র পুলিন দত্ত। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন-২০১০ সালে তিনি বার্মিজ মার্কেট এলাকার হাজী মিয়া হোসেনের একমাত্র স্ত্রী লুলু বিবির কাছ থেকে দলিল মূলে .০০৯৪ একর জমি ক্রয় করে (যার দলিল নং-৪৮২৯, তাং-২০/০৯/২০১০ ও দলিল নং-৫৯৭০, তাং-২২/১১/২০১০ইং)। কিন্তু এর কয়েক বছর সে জায়গায় লুলুপ দৃষ্টি পড়ে হাজী মিয়া হোসেনের ছোট মেয়ে ছায়রা বেগম ও তার স্বামী রফিক উদ্দিন বাবুলের। তারা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পুলিন দত্তের জায়গা থেকে উচ্ছেদ করে জমি জোরপূর্বক দখলে নিয়ে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আর এজন্য একাধিক বার তার হামলা করা হয়েছে। এমনকি একাধিক মিথ্যা মামলায়ও জড়ানো হয়েছে। এদিকে আমার জায়গা দখলে নিতে নানা ষড়যন্ত্রের কারণে আমি পুলিশ সুপার থেকে শুরু করে নানা জায়গায় লিখিত অভিযোগ করলেও এখনো তেমন কোন প্রতিকার পায়নি। এবিষয়ে প্রধানমন্ত্রীর সু-নজর কামনা করেছেন ভুক্তভোগী পুলিন দত্ত।
প্রকাশিত: ১৫/০৯/২০১৫ ৬:২৫ অপরাহ্ণ
পাঠকের মতামত