
অনলাইন ডেস্ক:
প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রথম জানাজা হবে সিঙ্গাপুরে। স্থানীয় সময় দুপুর দেড়টায় প্রবাসী বাঙালিদের উদ্যোগে সিঙ্গাপুরের অ্যাঙ্গেলিয়া মসজিদে তাঁর জানাজা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ মহসিন আলী। মঙ্গলবার সিঙ্গাপুর থেকে মরদেহ দেশে নিয়ে আসার কথা।
আগামীকাল বুধবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রথম জানাজার পরিকল্পনা রয়েছে বলে চিফ হুইপ আ স ম ফিরোজ জানান।
বুধবার সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি সকল শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদ, চিফ হুইপ এবং সংসদ সদস্যরা শ্রদ্ধা জানাবেন। এখানে তার জানাজা হওয়ার কথা। দুপুর ১টায় হেলিকপ্টারে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এবং দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে কফিন নেওয়ার পর মরহুমের স্বজন এবং এলাকাবাসী শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ আসর বিদ্যালয় মাঠে শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর হযরত শাহ মোস্তফা (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে সৈয়দ মহসিন আলীর লাশ দাফন করা হবে।
পাঠকের মতামত