
অনলাইন ডেস্ক:
নতুন আইফোনকে ঘিরে প্রযুক্তি বিশ্বের নজর এখন বেশিই থাকবে। পাশাপাশি অ্যাপলের তৈরি আইপ্যাডের নতুন সংস্করণটির প্রমোও নজর কাড়ছে গ্রাহকদের। নতুন এই আইপ্যাড প্রো নিয়ে অ্যাপল দাবি করছে আইপ্যাডের জগতে এটিই সর্বাধিক বড় আকারের আইপ্যাড।
আইপ্যাড প্রো নিয়ে এতোদিন গুজবের ছড়াছড়ি হলেও সম্প্রতি এটির বিষয়ে চূড়ান্ত তথ্য জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। আগামী নভেম্বর মাসেই বাজারে আসতে যাচ্ছে নতুন এই আইপ্যাড প্রো। যাতে থাকছে ১২.৯ ইঞ্চির স্ক্রিন। দ্রুত সার্ভিস প্রদান করতে আছে ৬৪-বিট এ৯এক্স চিপ, যা এর আগে আইপ্যাড এয়ার টুতে ব্যবহার করা ৬৪-বিট এ৮এক্স চিপের চেয়ে ১.৮ গুণ বেশি পারফরমেন্স দেবে বলে জানিয়েছে আইফোনের এই নির্মাতা প্রতিষ্ঠান।
নতুন এই আইপ্যাড প্রো সম্পর্কে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার এক ব্লগে লিখেন, ‘আমাদের নতুন এই আইপ্যাড প্রো বিগত কয়েক বছরে বের হওয়া প্রায় ৮০ শতাংশ পোর্টেবল ল্যাপটপের চেয়ে দ্রুতগতিতে কাজ করতে সক্ষম বলে আমরা মনে করছি। আকৃতিতে বড় এই আইপ্যাড অধিক কর্মক্ষমের পাশাপাশি সহজেই কম্পিউটিং কাজকর্ম করতেও অন্যরকম অভিজ্ঞতা দিবে ব্যবহাকারীদের।’
ব্যটারির ক্ষেত্রে একটানা দশ ঘণ্টা চালানোর সাপোর্ট পাওয়া যাবে আইপ্যাড প্রো’তে। অ্যাপল কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে এই আইপ্যাড প্রো’র ৬৪ জিবির কোনো সংস্করণ বের করবে না। তবে ৭৯৯ ডলারে পাওয়া যাবে ৩২ জিবির মডেলের আইপ্যাড প্রো। আর ৯৪৯ ডলারে ১২৮ জিবির মডেলটি পাওয়া গেলেও ১২৮ জিবি টপ এন্ডের এলটিই মডেলটি ক্রয়ে পরিশোধ করতে হবে এক হাজার ৭৯ ডলার।
পাঠকের মতামত