
হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে একজন নিহত ও ২ জন গুরতর আহত হয়েছেন। এঘটনায় পুলিশ অভিযান চারিয়ে ৪ জন আটক করেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে নাজিরপাড়া এলাকার মার্কিন মিয়া ও ছিদ্দিক বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে ছিদ্দিক বাহিনীর লোকজন বিরোধপূর্ণ জমি দখল নেওয়ার চেষ্টা করলে মার্কিন মিয়ার লোকজন সদস্যরা বাধা দিলে উভয়পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছিদ্দিক আহমেদ ও তার ছেলে ফরিদ আলমসহ তাদের বাহিনীর অস্ত্র, কিরিছ, ছুরি লোহার রড ও লাঠি আঘাতে মার্কিন মিয়ার (৩৫) ও তার ভাই নুরুল হক (৩০) রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মার্কিন মিয়া তার ভাই নুরুল হকের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্যা কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নিয়ে যাওয়ার সময় টেকনাফের দমদমিয়া এলাকায় পৌছলে মার্কিন মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে টেকনাফ একদল পুলিশ ঘটনাস্থাল থেকে ঘটনায় চড়িত থাকার অভিযোগে নাজির পাড়ার জালাল আহমদের পুত্র জসীম উদ্দিন (২৫), মৃত মকবুল আহমদের পুত্র নুর মোহাম্মদ (৩২) ও ভাই সৈয়দ আলম (২৮), মৃত নজির আহমদের পুত্র জালাল আহমদ (৪০) আটক করা হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে বিরাজ করছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দাকার জানান, এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ ও এলকায় পুলিশ মোতায়নসহ অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত