প্রকাশিত: ১৪/০৯/২০১৫ ৪:৫৯ অপরাহ্ণ

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে অভিযান চালিয়ে পরিতাক্ত অবস্থায় ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফ ৪২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন জানান, ১৪ সেপ্টেম্বর ভোররাত পৌনে ৪টায় ৪২ বিজিবি’র মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আজহারুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেদা রাস্তার পূর্ব পার্শ্বে লবনের মাঠে অভিযান চালিয়ে পরিতাক্ত অবস্থায় ৯০ লক্ষ টাকা মূল্যমানের ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাগুলো রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাঠকের মতামত