
অনলাইন ডেস্ক।
জোর কানাঘুষা চলছে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআইয়ের বর্তমান সভাপতি জগমোহন ডালমিয়া। তা না হলে, ভারতীয় কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার অবসর নিয়েছেন তা কেন মনে থাকবে না!
সম্প্রতি একটি সফরের জন্য ভারতীয় দলের তালিকা ডালমিয়াকে দেওয়া হয়েছিল। তালিকা দেখে ডালমিয়া প্রশ্ন করেন, দলে শচীন টেন্ডুলকারকে রাখা হয়নি কেন? সভাপতির এই প্রশ্নে প্রায় হতচকিত হয়ে পড়েন বৈঠকে উপস্থিত বাকি কর্মকর্তারা। তাঁরা একে অপরের দিকে চোখ চাওয়া-চাওয়ি করতে থাকেন। মুখে কিছু বলতে না পারলেও, অনেকেই ভাবতে থাকেন, ডালমিয়া কী ভুলে গেছেন যে শচীন ২০১৩ সালেই অবসর নিয়েছেন!
শুধু তাই নয়। সাম্প্রতিক সময়ে বোর্ডের একটি বৈঠকেও বিপাকে পড়েন কর্মকর্তারা। এছাড়াও সম্প্রতি বোর্ডের একটি বৈঠকেও বিড়ম্বনায় পড়তে হয় কর্মকর্তাদের। ওই বৈঠকে একটি মুলতুবি প্রস্তাব পড়ছিলেন সভাপতি। কিন্তু সচিব অনুরাগ ঠাকুরকে কাগজে যা লেখা রয়েছে তাই-ই পড়তে বারবার ডালমিয়াকে বলে দিতে হয়।
কর্মকর্তারা নাকি জানেন যে স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন ডালমিয়া। তার পরে এ বিষয়ে মুখ খুলতে নারাজ। সূত্র: বিসিসিআইয়
পাঠকের মতামত