অনলাইন প্রতিবেদক
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রণালয় সূত্র এমনটাই জানিয়েছে।
বর্তমানে মন্ত্রিসভার বৈঠক চলছে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
প্রথম দিকে ভ্যাট আদায়ের ব্যাপারে অর্থমন্ত্রী বেশ শক্ত অবস্থানে থাকলেও গতকাল রোববার বিকেলে সচিবালয়ে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র নির্মাণসংক্রান্ত এক বৈঠক শেষে তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে অনমনীয় নয় এবং এ বিষয়ে আলোচনার দরজাও বন্ধ নয়। বিষয়টি পুনর্বিবেচনারও ইঙ্গিত দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘মূসক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, আমি আশা করি এর একটি সম্মানজনক সমাধান সম্ভব।’ সমাধানটি শিগগিরই হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময় অর্থমন্ত্রীর পাশে থাকা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এর সমাধানও হয়ে যাবে।’ তিনি বলেন, বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে এবং কোমলমতি শিক্ষার্থীদের কথা ভাবতে হবে।
পাঠকের মতামত