
মুহাম্মদ ইদ্রিস, উখিয়া(কোটবাজার) ॥
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাতিরঘোনা গ্রামে ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে। এমনকি গত ১১ সেপ্টেম্বর রাতে চিহ্নিত ইয়াবা পাচারকারী সন্ত্রাসী দু’গ্রুপের গোলাগুলির ঘটনাও ঘটে। চিহ্নিত ইয়াবা পাচারকারীদের অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে বর্তমানে ওই এলাকার বাসিন্দাদের চরম আতংক বিরাজ করছে। গতকাল রবিবার বিকেলে উখিয়া থানা পুলিশের এসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে অভিযান চালিয়েছে। পুলিশের অভিযানের পূর্বে ওই সন্ত্রাসীদের কানে খবর পৌঁছে যাওয়ায় সন্ত্রাসী গ্রুপের সদস্যদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় এলাকাবাসী তড়িৎগতিতে অস্ত্রবাজ সন্ত্রাসীদের গ্রেফতারকে প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।
স্থানীয়দের দেওয়া তথ্য মতে, উপজেলার রুমখাঁপালং হাতিরঘোনা গ্রামে গত ১১ সেপ্টেম্বর রাতে দু’সন্ত্রাসী গ্রুপের মধ্যে ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে ইয়াবা পাচারকারী সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের মহড়া দেয়। চিহ্নিত ইয়াবা গডফাদার আকতার মিয়া ও রোহিঙ্গা নাগরিক সিরাজের নেতৃত্বে কতিপয় চিহ্নিত ইয়াবা পাচারকারী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে আবদুল করিমের বাড়িটি ইয়াবার ডেরা হিসেবে ব্যবহার করে আসছিল। গত ১১ সেপ্টেম্বর রাতে ওই বাড়িতে অপরিচিত লোকজনের সাথে ইয়াবা গডফাদার আকতার মিয়া ও বার্মাইয়া সিরাজের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে আকতার মিয়া ও সিরাজের গোলাগুলির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে ইয়াবা পাচারকারী সন্ত্রাসী গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ইমাম শরীফ, ইয়াছিন, আবুল শামা ও ঠান্ডা মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, চিহ্নিত ইয়াবা পাচারকারী আকতার মিয়া ও বার্মাইয়া সিরাজ মিলে আমাদের এলাকাকে ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করে আসছিল দীর্ঘদিন ধরে। এনিয়ে ইয়াবা পাচারকারী সন্ত্রাসী গ্রুপের মধ্যে সামান্য কথা কাটাকাটির জের ধরে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় তারা দু’দফা ২/৩ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগসহ চরম আতংক বিরাজ করছে। স্থানীয় মেম্বার জানিয়েছেন, গোলাগুলির ঘটনাটি স্থানীয় লোকদের মাধ্যমে শুনে থানা পুলিশকে খবর দিয়।
রবিবার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে। এলাকার জনসাধারণের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: জরিহুল ইসলাম খান বলেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করেছে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পাঠকের মতামত