বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...
খালেদ হোসেন টাপু,রামু:
কক্সবাজারের রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের পূর্ব থিমছড়ি এলাকায় বজ্রপাতে ছৈয়দ আলম নামের স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ছৈয়দ আলম (১২) গর্জনিয়া মিয়াজীপাড়া শিখন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ও ওই এলাকার দিনমজুর আবদুল মাবুদের ছেলে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল চারটায় গর্জনিয়া বটতলী বিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার বিকালে তারেক মনোয়ার নামের এক সহপাঠির সাথে বটতলী বিলে (জলাশয়ে) মাছ ধরতে যায় ছৈয়দ আলম। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে ছৈয়দ আলম প্রাণ হারান। তবে এসময় সাথে থাকা তারেক মনোয়ার প্রাণে রক্ষা পায়।
পাঠকের মতামত