
শহিদুল ইসলাম, উখিয়া :
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আবদুল বাসেত সরকার এর নেতৃত্বে একদল পুলিশ কক্সবাজার-টেকনাফ সড়ক থেকে অনুমান পূর্বে ১৫০ গজ দূরুত্বে ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া সংলগ্ন মুরাদ সাহেবের বাগানের জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। লাশ উদ্ধার করে ঘুমধুম তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে। উদ্ধারকৃত মৃত ব্যক্তির বয়স অনুমান ৩৮ বছর। তার পকেটে থাকা হিন্দু ধর্মীয় উৎসবের একটি লিফলেট পাওয়া গেছে। এসআই আব্দুল বাসেত সরকার জানান, স্থানীয় রাখাল মারফত খবর পেয়ে জবাই করা একটি যুবকের লাশ জঙ্গলে পড়ে রয়েছে। তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মৃত দেহের গলায় জবাই করা একাধিক কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে জবাই করার ঘটনাটি ঘটে। এ হত্যাকান্ডে একাধিক ব্যক্তি অংশ নিতে পারে। লাশের পাশে এক জোড়া সেন্ডেল রয়েছে। এখনো পর্যন্ত এ হত্যাকান্ড কে বা কারা ঘটিয়েছে তার পরিচয় ও হত্যাকান্ডের মোটিভ উৎঘাটন করা যায়নি। নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
পাঠকের মতামত