
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, আজ রবিবার দিনব্যাপী স্বাস্থ্য অধিদপ্তর, ইউএনএফপিএ ও বিডাবি¬উএইচসি এর সহযোগিতায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্্র হলরুমে এই সভার আয়োজন করা হয়। বিডাবি¬উএইচসির অফিসার-অপারেশন এন্ড নেট ওয়ার্কিং অমিত কুমার মালাকার এর সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর বখ্ত এর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মওলা বক্স চৌধূরী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্্েরর মেডিকেল অফিসার ডা: নাহিদ সিদ্দিকা প্রজেক্টরের মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক রোগের লক্ষন, করনীয়, সেবা পাওয়ার স্থান সহ ফিস্টুলার উপর একটি প্রামান্য ভিডিও চিত্র দেখান। এ সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভিজিটর সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত