গফুর মিয়া চৌধুরী, উখিয়া:
নিরাপদ সড়ক নিশ্চিত করণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় পদযাত্রা ও আলোচনা সভা গতকাল রোববার সকাল ১০টায় উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। কমিউনিটি সড়ক নিরাপত্তা কর্মসূচী উখিয়া ব্র্যাক আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন।
অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও বাস্তবায়নে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচী যৌথ উদ্যোগে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান, উখিয়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো: মাহফুজুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের উপাধ্যক্ষ কাজী শাহাব উদ্দিন, উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, ব্র্যাকের প্রোগ্রাম কর্মকর্তা এ,কে,এম খাইরুজ্জামান, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, উখিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ/সকালের কক্সবাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার গফুর মিয়া চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে। ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার সুকেশ কুমার সরকার, ব্র্যাকের ফিল্ড অর্গাানাইজার মঈনুল ইসলাম ও মো: দৌলত হোসেন।
বক্তারা বলেছেন, প্রতি বছর সড়ক দূর্ঘটনায় প্রায় ১৮ হাজার লোককে প্রাণ হারাতে হচ্ছে। এছাড়াও প্রায় ১ লক্ষ ৭০ হাজার লোক পঙ্গুত্ব বরণ করছে। আমরা কেবল একটু সচেতন হলে এবং ড্রাইভারগণ সতর্ক ভাবে গাড়ী চালালে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন বলেন, একটি সড়ক দূর্ঘটনা মানে একটি পরিবারের ভবিষ্যত অন্ধকার হওয়া। তাই নিরাপদ যাতায়ত নিশ্চিত এবং সড়ক দূর্ঘটনা কমাতে গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত উদ্যোগ গ্রহণে সবাইকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে নিরাপদ সড়ক ও যাতায়াত নিরাপত্তার লক্ষ্যে এক পদযাত্রা র্যালী উখিয়া সদর ষ্টেশনে প্রদক্ষিণ হয়। এসময় সরকারী কর্মকর্তা, গণ মাধ্যমের প্রতিনিধি, এনজিওকর্মী, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা পদযাত্রায় অংশ গ্রহণ করেন। এর পূর্বে দূর্ঘটনা সচেতনতার উপর ছাত্র-ছাত্রীদেরকে ভিডিও দেখানো হয়।
পাঠকের মতামত